বগুড়ার শেরপুরে মজুমদার ওয়েল মিলে তেলের ট্যাংক বিস্ফোরণের চার টেকনিশিয়ান নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সৈয়দপুর অফিসার্স কলোনির খলিলুর রহমানের ছেলে ইমরান (৩২), একই এলাকার সোলায়মান এর ছেলে আবু সাঈদ (৩৮), সালাম হোসেনের ছেলে মনির হোসেন (২৮) ও একই এলাকার রুবেল মিয়া (৩১। নিহতদের লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটাল মর্গের রয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার আগে তেলের লাইন মেরামতের জন্য ট্যাংকের উপর চরজন এবং ট্যাংকের নিচে তিনজন শ্রমিক কাজ করছিলেন। এ সময় ওয়েল্ডিংয়ের আগুনের ফুলকি তেলের ট্যাংকের ভেতরে প্রবেশ করলে ট্যাংকে বিস্ফোরণ ঘটে। এতে ট্যাংকের উপরে থাকা ৪ শ্রমিক ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে কারখানার ট্যাংক মেরামতের কাজ করছিলেন চার টেকনিশিয়ান। এ সময় হঠাৎ ট্যাংকটি বিস্ফোরিত হলে ওই চারজন মাটিতে পড়ে যান। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে মেরামত করার সময় ওয়েল্ডিংয়ের আগুনের ফুলকি তেলের ট্যাংক-এ ঢুকে এই দুর্ঘটনা ঘটে।