রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
দুপচাঁচিয়া নাগরনদে বালু উত্তোলনের অভিযোগে দুই ব্যক্তির এক মাসের কারাদন্ড বাগেরহাটের রামপালে শীতের তীব্রতায় শীতবস্ত্র কেনাকাটার ধুম বাগেরহাটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ‍্যমে জনগণ প্রতিনিধি ঠিক করবে, বাগেরহাটে ডঃ আব্দুল মঈন খান ‎কিশামত বালুয়া প্রিমিয়ারলীগ নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজির মৃত্যু বিয়ে করেছেন কণ্ঠশিল্পী তাহসান! আইসিইউতে অভিনেতা মুশফিক আর ফারহান চিত্রনায়িকা অঞ্জনা মারা গেছেন সারাদেশে ৬ দিনের কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ও নাগরিক কমিটির

গাইবান্ধার ৬ শহীদদের পরিবারে ১২ লাখ টাকা দিলো জামায়াত

মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪২

মোঃ মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা প্রতিনিধি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ হওয়া গাইবান্ধার ৬জনের পরিবারের সদস্যদের হাতে ২ লাখ করে মোট ১২লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার শহীদ পরিবারের সদস্যদের হাতে এই অর্থ তুলে দেন।

গত সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় একটি হোটেলের হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব অর্থ তুলে দেন সেক্রেটারী জেনারেল। শহীদ পরিবারের সদস্যরা ছাড়াও এসময় জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হামিদ, জেলা আমীর আবদুল করিমসহ জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় মিয়া গোলাম পরওয়ার বলেন, গণঅভ্যুত্থানে নিহত শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকার গত ১৫ বছরে লুটপাট, অনিয়ম-দুর্ণীতি, খুণ-গুমের যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছিল তা থেকে পরিত্রাণ পেতে সংস্কারের বিকল্প নেই। জামায়াতের পক্ষ থেকে নিরপেক্ষ নির্দলীয় সরকারকে অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, নির্বাচনী আইনসহ প্রশাসনের বিভিন্ন স্তরে থাকা স্বৈরাচারের দোসরদের সরিয়ে প্রয়োজনীয় সংস্কার করতে যতটুকু সময় লাগে তা দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। কোনো মাস, ঘন্টা বেঁধে দিয়ে এ কাজ করা সম্ভব না। তারপরও তারা দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন এই আশাবাদ জামায়াতের।

তিনি বলেন, ফ্যাসিবাদি শেখ হাসিনা ভারতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র করছেন। ইতোমধ্যে জুডিশিয়াল ক্যু এর মতো ঘটনা ঘটিয়ে দেশে নতুন করে সংকট সৃষ্টি করা হয়েছিল। ছাত্রজনতার ঐক্যবদ্ধ প্রতিরোধে তা ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়েও জামায়াত কর্মীরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। তিনি আর বলেন সংবিধান অনুুযায়ী একজন মুসলমান যে সুবিধা পাবে একজন হিন্দু বা অমুসলিমও সেই সুবিধা লাভ করবে।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com