প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৯:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৪, ৮:১০ অপরাহ্ণ
মোংলায় সম্প্রীতি সভা অনুষ্ঠিত, সমাজ বিনির্মানে কাজ করবে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি
মোংলা প্রতিনিধি।
মোংলায় সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য বিরোধী সমাজ বিনির্মানে আমরা অঙ্গিকার বদ্ধ প্রতিপাদ্যে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির সহকারী সেক্রেটারী জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান। শনিবার বিকেলে সামছুর রহমান সড়কে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক সরদার আব্দুল হান্নান। সভায় বক্তারা বিভিন্ন ধরণের বৈষম্য দূর করতে সকলে সমাজ সচেতনতায় ভূমিকা রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গিকার করেন। সভায় বক্তব্য রাখেন রাজনৈতিক, সাংবাদিক, ছাত্র, শিক্ষক, চাকুরীজীবি, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা। এ সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি'র পক্ষ থেকে সমাজের মাদক নির্মুলে কাজ করবো। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশে সহায়তা প্রদাণ করা হবে। সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাবো। এছাড়া দরিদ্র শিক্ষার্থীদের কথা চিন্তা করে শিক্ষা বৃত্তি চালু ও লাইব্রেরি প্রতিষ্ঠা করা হবে। সর্বোপরি সমাজ বিনির্মানে যা যা করার প্রয়োজন তা আমরা করবো, ইনশাআল্লাহ। #
Copyright © 2024 ekattorerdesh. All rights reserved.