এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোংলায় ২৯ বোতল হুইস্কিসহ (বিদেশী মদ) চিহ্নিত এক মাদককারবারীকে আটক করেছে পুলিশ। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের শামসুর রহমান সড়কের চিহ্নিত মাদককারবারী আব্দুর রহিমের (৫৫) ভাড়া বাড়ীতে অভিযান চালায় পুলিশ।
অভিযান চালানোর সময় ঘর থেকে ২৯ বোতল হুইস্কি উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই আটক করা হয় মাদককারবারীকে। মাদককারবারী রহিম পৌর শহরের মাদ্রাসা রোডের মৃত মজিবুল হকের ছেলে।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত হুইস্কির মূল্য ২ লাখ টাকার উপরে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা শেষে আটককৃতকে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, মাদক নির্মুলে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।#