প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৪, ৩:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৪, ৪:৩২ অপরাহ্ণ
নন্দীগ্রামে তিনটি গরু চুরি
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রামে এক রাতে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের দামরুল গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জিয়াউল হক খাজা মিয়ার জানান, প্রতিদিনের মতো সোমবার রাতে গরুগুলো গোয়ালঘরে রেখে দরজায় তালা দিয়ে রাখি। আমি রাত আড়াইটার দিকেও গোয়ালে গরু দেখেছি। ভোর পাঁচটার দিকে গোয়ালঘরে গিয়ে দেখি দরজার তালা কাটা। পরে গোয়ালের ভিতরে গিয়ে দেখি আমার তিনটি গরু নাই। আশেপাশে খোজাখুজি করে গরু তিনটা পেলাম না। তিনটি গরুর দাম প্রায় তিন লাখ টাকা হবে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন বলেন, গরু চুরির ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ করলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2024 ekattorerdesh. All rights reserved.