আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে গত রোববার নানা কর্মসূচীর মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, পবিত্র কোরআন তেলাওয়াত, আলোচনা সভা ও উপজেলা মডেল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদারের সভাপতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়ার জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মাদ আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সহ-সভাপতি বুলবুল ফারুক, নশরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক মাসুদ আহম্মেদ, আদমদীঘি সদর সাবেক ইউপি চেয়ারম্যান শেখ রফি আহম্মেদ আচ্চু, সড়ক পরিবহন শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহি কমিটির যুগ্ন সম্পাদক কামরুল হাসান মধু, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, বিএনপি নেতা আবু তালেব দুলাল, মোকলেছার রহমান, কামাল হোসেন, জুলফিকার আলী, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এস.এম জুয়েল রানা, আনোয়ার হোসেন জীবন, রিয়ন শাহ, ছাত্রদল নেতা মারুফ হোসেন, কাওছার দ্বীপসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।