আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল রোববার সারাদিন ব্যাপী নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়।
কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, পবিত্র কোরআন তেলাওয়াত, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় সান্তাহার পৌর যুবদল কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্ঠা পরিষদের সদস্য ফিরোজ মো: কামরুল হাসান, বগুড়া জেলা প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সহ-সভাপতি ইকবাল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দিলদার আলম জুয়েল, মামুনুর রশিদ মামুন, পৌর যুবদলের আহবায়ক ও কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহাফুজুর রহমান লিটন, পৌর ছাত্র দলের সভাপতি সোহাগ হোসাইন, সাধারণ সম্পাদক ছাব্বির হোসেন ছনি, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মানিক হোসেন, সদস্য সচিব সাব্বির আহমেদ লিয়ন, রুবেল হোসেন, কৃষক দলের সভাপতি আকরবর আলী মিঠু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকন, শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আফতাব হোসেন, সাধারন সম্পাদক শামসুদ্দিন শেখ গল্টু, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন বডি, তাঁতী দলের জবা হোসেন, ফারুক হোসেন, জাকির হোসেন, মৎস্যজীবী দলের সভাপতি লোকমান হাকিম প্রমুখ। আলোচনা শেষে খালেদা জিয়ার সুস্থ্যতা ও দেশের কল্যান কামনা করে দোয়া করা হয়।