বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বাগেরহাট থেকে আটক হলো জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা মামলার আসামি ফুলবাড়ীতে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারী আটক গাইবান্ধায় ১ হাজার দুস্থ মানুষ পেলেন শীতবস্ত্র গাইবান্ধায় বড় দিন উদযাপিত দুপচাঁচিয়ায় ট্রান্সফরমার চোর সদস্যের দুই সদস্য গ্রেপ্তার সহ মালামাল উদ্ধার বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত মোংলায় ৪০টি গীর্জায় উদযাপিত হচ্ছে শুভ বড়দিন বাগেরহাটের রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত ‎আগামীর বাংলাদেশ হবে সাম্যের ‎-জামায়াত আমীর ডা. শফিকুর রহমান দুপচাঁচিয়ায় সাকিবকে মারপিটের ঘটনায় মানববন্ধন কর্মসূচী পালিত

অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে চাইবে সেভাবেই নির্বাচন হবে: জি এম কাদের

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬০
অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে চাইবে সেভাবেই নির্বাচন হবে: জি এম কাদের
অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে চাইবে সেভাবেই নির্বাচন হবে: জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে দলের পক্ষ থেকে কোনো টাইমফ্রেম দেয়া হবে না। সরকার যেভাবে চাইবে সেভাবেই নির্বাচন হবে।’

রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

জি এম কাদের বলেন,, ‘অতীতে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে। সংবিধান ও শাসন পদ্ধতিতে ত্রুটি রয়েছে। নির্বাচন ব্যবস্থা ও শাসনতন্ত্র সুষ্ঠু করতে হবে। সরকারকে দলের পক্ষ থেকে কোনো টাইমফ্রেম দেয়া হবে না। সরকার যেভাবে চাইবে সেভাবেই নির্বাচন হবে।’

তিনি আরও বলেন ‘কিছু বিষয়ে জাতীয় পার্টিকে ঢালাওভাবে দোষারোপ করা হচ্ছে। আমরা স্বৈরাচারের দোসর ছিলাম না, সমালোচনা করেছি। আমরা জনগণের পক্ষে ছিলাম। রংপুরে জাতীয় পার্টির ছেলেরা হামলা, মামলা ও গ্রেফতারের শিকার হয়েছে।’

অন্তর্বর্তী সরকারের কাজে সন্তুষ্ট জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে নির্বাচন দেয়ার আহ্বান জানানো হয়েছে। দলীয়করণের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার দিয়েও প্রভাব বিস্তারের চেষ্টা হয়েছে উল্লেখ করে জি এম কাদের বলেন, ‘জনগণের বিপুল ভোটে নির্বাচিত সরকার জনগণের মন জয় না করে, প্রতিষ্ঠানের মন জয়ের চেষ্টা করে গেছে।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সব দলের সিদ্ধান্তে গঠন করতে হবে, সম্পূর্ণ নিরপেক্ষ হতে হবে। পুলিশ প্রশাসন দলীয়করণ করা যবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিলে বোঝা যবে কতটুকু স্বচ্ছতা ফিরেছে। প্রধানমন্ত্রী ও দলীয়প্রধান একজন হতে পারবেন না। দল, সরকার এবং রাষ্ট্র এক হতে পারবে না। দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না।’

প্রেসিডেন্ট নির্বাচন সব দলের অংশগ্রহণে হওয়া দরকার উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ওপর নির্ভরশীল থাকবেন না। রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপমুক্ত করতে হবে।’
সংবিধানের ১১৬ বাতিলের কথা জানিয়ে জি এম কাদের বলেন, ‘পঞ্চদশ সংশোধনী বাতিল করতে হবে। নইলে নতুন সংবিধান তৈরি করতে হবে। মামলা করলে পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।’

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com