আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়ার আদমদীঘি উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক নেতা কর্মীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় হাজী তাছের আহম্মেদ মহিলা কলেজ সংলগ্ন জামায়াতের উপজেলা শাখা কার্যালয়ে উপজেলা জামায়াতের আমির তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি এনামুল হকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পশ্চিম জামায়াতের সেক্রেটারি মনজুরুল ইসলাম রাজু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক আমির হাফেজ আতোয়ার হোসেন, দুপচাঁচিয়া গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ, বগুড়া জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট সাইফুদ্দীন, সাবেক উপজেলা শিবির সভাপতি রবিউল আওয়াল, রেজওয়ানুল ইসলাম, গোলাম আজম, রবিউল ইসলাম রাহী ও গোলাম মোরশেদ মিলন প্রমূখ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মনজুরুল ইসলাম রাজু বলেন, নিজেদের মান উন্নয়নের পাশাপাশি সভ্য সমাজ বিনির্মানে সাবেক শিবিরদের দায়িত্ব নিতে হবে। দু:খ দুর্দশায় মানুষের পাশে দাঁড়াতে হবে। কারন এই কাজটিও ইবাদতের শামিল। দির্ঘ্য প্রায় ১৫ বছর ধরে আপনারা যে পরিমান অত্যাচার সহ্য করেছেন সেসব ভুলে গিয়ে ক্ষমার দৃষ্টিতে দেখে দ্বীনের পথে আসার দাওয়াত দেওয়ার আহবান জানান তিনি।