পূর্বাচলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিজস্ব অর্থায়নে তৈরি করার কথা ছিল শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ‘দ্য বোট।’ তবে অনিয়মের অভিযোগে ওই স্টেডিয়ামসহ বিসিবির আর্থিক বিষয়াদি খতিয়ে দেখার কথা জানিয়েছে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। একইসঙ্গে স্টেডিয়াম নির্মাণকাজের দরপত্র গ্রহণ প্রক্রিয়াও বাতিল করা হয়েছে।
আজ শনিবার (৩১ আগস্ট) শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শনে গেছেন ফারুকসহ বিসিবির অন্য কর্মকর্তারা।
বোর্ড সভাপতি হওয়ার পর নির্মাণাধীন শেখ হাসিনা স্টেডিয়াম দেখতে যান ফারুক। সঙ্গে গেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন। পাশাপাশি আকরাম খান, নাজমুল আবেদীন ফাহিমসহ কয়েক জন বোর্ড পরিচালকও যান পূর্বাচলে।
স্টেডিয়াম পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ফারুক। অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মতো এই স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হবে কি না, সেই প্রশ্ন করা হয়েছে বিসিবির নতুন সভাপতি।
ফারুক সংবাদমাধ্যমকে বলেন, ‘নাম পরিবর্তন বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত হবে। আমার পরিচালনা পর্ষদ আছে। তাদের সঙ্গে বসে আলোচনা হবে।’
নৌকার আদলে পূর্বাচলে ‘শেখ হাসিনা স্টেডিয়াম’ বানানোর পরিকল্পনা করা হয়েছিল। স্টেডিয়ামকে তাই ‘দ্য বোট’ও বলা হয়। তবে এরই মধ্যে স্টেডিয়ামটির নির্মাণকাজের দরপত্র বাতিল হয়েছে। স্টেডিয়ামের আকৃতি কী থাকবে, সেই প্রশ্নের জবাবে ফারুক বলেন, ‘মাঠ করতে নৌকা বা স্কয়ার শেপ লাগে না। মাঠ করতে লাগে ওভাল।’
বিসিবির সভাপতি ফারুক নির্বাচিত হয়েছেন ২১ আগস্ট। ১০ দিন ধরে ব্যস্ত সময় পার করছেন তিনি। ২৯ আগস্ট একটি পরিচালনা পর্ষদের সভাও হয়েছে তাঁর সভাপতিত্বে। পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়ামসহ দেশের ক্রিকেট মাঠগুলো ঠিকঠাক করাই এখন ফারুকের লক্ষ্য। বিসিবি সভাপতি আজ পূর্বাচলে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘দায়িত্ব নেওয়ার পর মাঠগুলোর উন্নতি করাই ছিল আসল ইচ্ছে। নতুন মাঠ করতে পারি কি না সেটা নিয়েও চিন্তা করছিলাম। যেহেতু এটা আমাদের নিজস্ব জায়গা, তাই এটা নিয়ে পরিকল্পনা ছিল। আমাদের যে মাঠগুলোর উন্নতি করার পরিকল্পনা রয়েছে, সেগুলোর সঙ্গে এটা যোগ হবে।’