লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে বন্ধ হতে চলেছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান এক্স ( সাবেক টুইটার)। দেশটির বেঁধে দেয়া সময়ের মধ্যে এক্স তাদের নতুন আইনি প্রতিনিধির নাম ঘোষণা না করায় আসতে পারে এমন নিষেধাজ্ঞা। শুক্রবার (৩০ আগস্ট) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, এ বছরের এপ্রিলে, দেশটির বিচারক আলেসান্দ্রে দি মোরায়েস অপতথ্য প্রচারের দায়ে বেশ কিছু এক্স অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দেন।
তখন ইলন মাস্কের প্রতিক্রিয়া ছিল, বিচারপতি একজন ‘স্বেচ্ছাচারী ও স্বৈরাচারীর’ মতো ব্যবহার করছেন। এক্স-এ পোস্ট করে মাস্ক লিখেছিলেন, মোরায়েস হলেন ‘বিচারপতির ছদ্মবেশে এক জঘন্য অপরাধী’।
বিচারপতি মিথ্যা ও বিকৃত তথ্য ছড়ানোর জন্য এক্স-এ কিছু অ্যাকাউন্ট ব্লক করতে পারেন কিনা তা নিয়েই বিতর্ক দেখা দেয়। মাস্কের মতে, এই ধরনের নির্দেশ সেন্সরশিপ ছাড়া আর কিছুই নয়।