বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাগেরহাট থেকে আটক হলো জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা মামলার আসামি ফুলবাড়ীতে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারী আটক গাইবান্ধায় ১ হাজার দুস্থ মানুষ পেলেন শীতবস্ত্র গাইবান্ধায় বড় দিন উদযাপিত দুপচাঁচিয়ায় ট্রান্সফরমার চোর সদস্যের দুই সদস্য গ্রেপ্তার সহ মালামাল উদ্ধার বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত মোংলায় ৪০টি গীর্জায় উদযাপিত হচ্ছে শুভ বড়দিন বাগেরহাটের রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত ‎আগামীর বাংলাদেশ হবে সাম্যের ‎-জামায়াত আমীর ডা. শফিকুর রহমান দুপচাঁচিয়ায় সাকিবকে মারপিটের ঘটনায় মানববন্ধন কর্মসূচী পালিত

বাংলাদেশ ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে বিসিবির সঙ্গে বসতে চান হাথুরু

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৬৯
বাংলাদেশ ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে বিসিবির সঙ্গে বসতে চান হাথুরু
বাংলাদেশ ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে বিসিবির সঙ্গে বসতে চান হাথুরু

সরকার পতনের পর দেশের নানা প্রান্তে লেগেছে পরিবর্তনের হাওয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও এসেছে পরিবর্তন। পদত্যাগ করেছেন সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ। আর দায়িত্ব পাওয়ার পরপরই চন্ডিকা হাথুরুসিংহের বিকল্প খোঁজার কথা বলেছিলেন তিনি। এবার বাংলাদেশে নিজের ভবিষ্যৎ নিয়ে বোর্ডের সাথে আলোচনা করার আগ্রহ প্রকাশ করলেন টাইগার হেড কোচ।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) দ্বিতীয় টেস্টের আগে নিজের ভবিষ্যৎ নিয়ে পাকিস্তানে কথা বলেছেন হাথুরুসিংহে। তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি যে, যখন নতুন কোনো নেতৃত্ব দায়িত্বে আসে তখন তাদের চিন্তাধারা ভিন্ন হয়। তবে আমি মুখিয়ে আছি তাদের সাথে কথা বলার সুযোগ পাওয়ার জন্য। আমার কাজ হচ্ছে দলকে সেরা উপায়ে তৈরি করা। যে পরিশ্রম আমরা গত কয়েক মাসে করেছি, সেসব নিয়েই পরের ম্যাচে মনোযোগী আছি।’

দ্বিতীয় টেস্ট নিয়ে হাথুরু বলেন, ‘মোরাল অনেক উঁচুতে সবার। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে দেওয়া সহজ কোনো কাজ নয়। তারা অনেক অনেক ভালো দল। এখনও আমরা দ্বিতীয় ম্যাচে অনেক ফাইট আশা করছি তাদের থেকে। কাল (শুক্রবার) কন্ডিশনের ওপর নির্ভর করে পিচ দেখে আমরা দলে পরিবর্তন আনতেও পারি। কারণ আমরা এখনও পিচ দেখতে পারিনি। কন্ডিশনে কিছুটা তফাত আছে আগের ম্যাচ থেকে।’

এর আগে বিসিবি সভাপতি হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে মিরপুরে হাথুরু সম্পর্কে সাংবাদিকদের নতুন সভাপতি বলছিলেন, ‘চন্ডিকা হাথুরুসিংহের চুক্তি কতদিন আমি আসলে জানি না। তবে আমি আমার আগের অবস্থানেই আছি (হাথুরুর বিদায় চান)। এখন যেহেতু আমি দায়িত্ব পেয়েছি। এখন আমি বিকল্প খুঁজবো, তার চাইতে বেটার কাউকে পাই কি না, কাছাকাছি মানের কাউকে পাওয়া যায় কি না এসব দেখবো।’
‘এরপর বাকিদের সাথে আলাপ করবো, সিইও আছেন, আগে যারা কাজ করেছেন তাদের সাথে কথা বলে নেবো। তারপরে…আসলে আমি ওই অবস্থান থেকে সরিনি এখনো।’-যোগ করেন ফারুক আহমেদ।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com