সরকার পতনের পর দেশের নানা প্রান্তে লেগেছে পরিবর্তনের হাওয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও এসেছে পরিবর্তন। পদত্যাগ করেছেন সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ। আর দায়িত্ব পাওয়ার পরপরই চন্ডিকা হাথুরুসিংহের বিকল্প খোঁজার কথা বলেছিলেন তিনি। এবার বাংলাদেশে নিজের ভবিষ্যৎ নিয়ে বোর্ডের সাথে আলোচনা করার আগ্রহ প্রকাশ করলেন টাইগার হেড কোচ।
আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) দ্বিতীয় টেস্টের আগে নিজের ভবিষ্যৎ নিয়ে পাকিস্তানে কথা বলেছেন হাথুরুসিংহে। তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি যে, যখন নতুন কোনো নেতৃত্ব দায়িত্বে আসে তখন তাদের চিন্তাধারা ভিন্ন হয়। তবে আমি মুখিয়ে আছি তাদের সাথে কথা বলার সুযোগ পাওয়ার জন্য। আমার কাজ হচ্ছে দলকে সেরা উপায়ে তৈরি করা। যে পরিশ্রম আমরা গত কয়েক মাসে করেছি, সেসব নিয়েই পরের ম্যাচে মনোযোগী আছি।’
দ্বিতীয় টেস্ট নিয়ে হাথুরু বলেন, ‘মোরাল অনেক উঁচুতে সবার। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে দেওয়া সহজ কোনো কাজ নয়। তারা অনেক অনেক ভালো দল। এখনও আমরা দ্বিতীয় ম্যাচে অনেক ফাইট আশা করছি তাদের থেকে। কাল (শুক্রবার) কন্ডিশনের ওপর নির্ভর করে পিচ দেখে আমরা দলে পরিবর্তন আনতেও পারি। কারণ আমরা এখনও পিচ দেখতে পারিনি। কন্ডিশনে কিছুটা তফাত আছে আগের ম্যাচ থেকে।’
এর আগে বিসিবি সভাপতি হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে মিরপুরে হাথুরু সম্পর্কে সাংবাদিকদের নতুন সভাপতি বলছিলেন, ‘চন্ডিকা হাথুরুসিংহের চুক্তি কতদিন আমি আসলে জানি না। তবে আমি আমার আগের অবস্থানেই আছি (হাথুরুর বিদায় চান)। এখন যেহেতু আমি দায়িত্ব পেয়েছি। এখন আমি বিকল্প খুঁজবো, তার চাইতে বেটার কাউকে পাই কি না, কাছাকাছি মানের কাউকে পাওয়া যায় কি না এসব দেখবো।’
‘এরপর বাকিদের সাথে আলাপ করবো, সিইও আছেন, আগে যারা কাজ করেছেন তাদের সাথে কথা বলে নেবো। তারপরে…আসলে আমি ওই অবস্থান থেকে সরিনি এখনো।’-যোগ করেন ফারুক আহমেদ।