মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আগৈলঝাড়ায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রীর মৃত্যু। জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় দুপচাঁচিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাহিত্য প্রেমী ও দক্ষ সংগঠক সিরাজুল হক মন্টুর গল্প নন্দীগ্রামে চালককে মারপিট করে ইজিবাইক ছিনতাই সান্তাহার প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান বাগেরহাটে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

নন্দীগ্রামে আউশ ধান কাটা-মাড়াই কাজে ব্যস্ত কৃষকরা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট টাইম বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৬৯
নন্দীগ্রামে আউশ ধান কাটা-মাড়াই কাজে ব্যস্ত কৃষকরা
নন্দীগ্রামে আউশ ধান কাটা-মাড়াই কাজে ব্যস্ত কৃষকরা

বগুড়ার নন্দীগ্রামে আউশ ধান কাটা-মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করেছে কৃষকরা। এ বছর মৌসুমজুড়ে আবহাওয়া অনুকূলে থাকায় ধানের রোগবালাই ও পোকার আক্রমণ কম ছিলো। এবার আউশ ধানের ফলন ভালো ও বাজারমূল্যে খুশি কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, আউশ মৌসুমে ২ হাজার ৫২৫ হেক্টর জমিতে আউশ ধানের চাষাবাদ হয়েছে।এ উপজেলার কৃষকরা বিভিন্ন জাতের ধানের চাষাবাদ করে থাকে। এবারও উপজেলায় আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষি অফিস হতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ১৩০ জন ক্ষুদ্র ও প্রান্থিক কৃষককে বিনামূল্যে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

সরেজমিনে দেখা যায়, এখন ধান কাটা-মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করেছে কৃষকেরা। বৃষ্টিতে ভিজে ধান যাতে নষ্ট না হয় সেই জন্য অনেক কৃষক ক্ষেতের পাশের উঁচু জায়গায় ধান মাড়াইয়ের কাজ করছে।

উপজেলার আমগাছি গ্রামের কৃষক ফারুক আহম্মেদ বলেন, আমার ২২ বিঘা জমিতে পারি ধান আছে। ধান কাটা-মাড়াই শুরু করেছি। প্রতিবিঘায় ধানের ফলন হয়েছে ১৪-১৫ মণ। আর ধান বিক্রি হচ্ছে ১০০০-১০৫০ টাকা দরে।প্রতিবিঘা জমিতে ব্যয় হয়েছে ৭-৮ হাজার টাকা। তবুও ধান বিক্রি করে কিছু লাভ হচ্ছে। এই ধান কাটা-মাড়াইয়ের পর আমন ধানের চাষাবাদ হবে।

হাটলাল গ্রামের আদর্শ কৃষক মিনহাজুর রহমান হাবিব বলেন, আমাদের এলাকায় ১৬-১৮ মণ হারে আউশ ধানের ফলন হচ্ছে। এখন ধানের দামও ভালোই রয়েছে। এই আবাদটি কৃষকের জন্য বাড়তি আয়। খরচ বাদ দিয়ে বিঘায় ৭-৮ হাজার টাকা লাভ হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক বলেন, কৃষি অফিস থেকে আউশ ধান চাষিদের সবধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হয়েছে। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হয়েছে। ধানের ফলনও ভালো হয়েছে । আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষি অফিস হতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার দেওয়া হয়েছে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com