বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত মোংলায় ৪০টি গীর্জায় উদযাপিত হচ্ছে শুভ বড়দিন বাগেরহাটের রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত ‎আগামীর বাংলাদেশ হবে সাম্যের ‎-জামায়াত আমীর ডা. শফিকুর রহমান দুপচাঁচিয়ায় সাকিবকে মারপিটের ঘটনায় মানববন্ধন কর্মসূচী পালিত দুপচাঁচিয়ায় ওএমএস ডিলার নিয়োগে লটারী অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই রাখাল নিহত গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

খুলনার অতিরিক্ত কমিশনার রকিবকে বাধ্যতামূলক অবসরে

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট টাইম বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৭২

 

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

খুলনার বরখাস্ত হওয়া সদ্য সাবেক মেয়রের চাপে খুলনা মেট্রোতে দায়িত্ব পালন করাই কি কাল হলো বাধ্যতামূলক অবসরে যাওয়া ? না কি অন্য কিছু ? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রামপাল ও মোংলা জুড়ে।

তৎকালিন বৃহত্তর রামপালে (বর্তমান মোংলা) সোনাইলতলার সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন সরদার রকিবুল ইসলাম। মাধ্যমিকে পেড়িখালী মডেল মাধ্যমিক পাশ করে রামপাল সরকারি কলেজে ভর্তি হন। কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ব বিদ্যালয়ে। রামপাল কলেজে থাকার সময় তিনি ছাত্রদলে যোগ দেন। এরপরে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের পড়া কালিন শেখ মুজিব হলে থেকে ছাত্রদলের নেতৃত্ব পান।

তৎকালিন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিবর হলের হল শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন রামপালের আরেক কৃতি সন্তান তালুকদার মাহাবুবুর রহমান। ওই সময় তার কমিটির সাহিত্য-পত্রিকা বিষয়ক সম্পাদক ছিলেন সরদার রকিবুল ইসলাম।

পরে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর বিসিএস ক্যাডারের কর্মকর্তা পদে যোগ দেন। চাকুরী করা কালিন সময়ে তিনি দুইবার জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন।

তার সহধর্মিণী তানভীর আক্তার মুক্তি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের আইন বিভাগের ছাত্রী ছিলেন। ওই সময় তিনিও ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। সরদার রকিবুল ইসলামের আপন সম্মুন্দি শেখ হাফিজুর রহমান তুহিন বাগেরহাট জেলার রামপাল উপজেলা বিএনপির আহবায়ক। অভিযোগ রয়েছে তার নিকট আত্মীয়রা সব বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় তার প্রোমোশন হয়নি।

তার জুনিয়ার পুলিশ অফিসারগণ তাকে টপকিয়ে উচ্চ পদে প্রোমোশন পেলেও রকিবুলের ভাগ্যে সেটি জোটেনি। বার বার আটকে থাকে তার প্রোমোশন। সাবেক খুলনা সিটি মেয়র তালুকদার আ. খালেকের চাপে বরং তার বদলী ও প্রোমোশন আটকে দিয়ে খুলনা মেট্রোতে রাখা হয়েছে।

পরিবর্তিত পরিস্থিতির কারণে সরকারের পরিবর্তন হওয়ায় অনেকটা বলির পাঠ হলেন ওই কর্মকর্তা ! একরাস অপবাদের বোঝা মাথায় নিয়ে বাধ্যতামূলক অবসরে যেতে হলো তাকে।
তার সম্মুন্দি রামপাল উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন বলেন, আমি বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকায় আমার ছোট ভগ্নিপতি রকিবুলের প্রোমোশন আটকে গেছে। তাকে জোর করে খুলনাতে রাখা হয়েছে। আমার বোন আইন বিষয়ে ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে পাশ করলেও তার সরকারি চাকুরী হয়নি বিএনপি পরিবারের সদস্য হওয়ার কারণে। এখন রকিবের ও অলৌকিক কারণে অবসরে যেতে হলো। বিগত আওয়ামীলীগ আমলে তার প্রোমোশন তো হলোই না, বোনটির সরকরি চাকুরী হলো না। এই হলো কপাল !

উল্লেখ, গত ইংরেজি ২৭ আগষ্ট রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এক আদেশে বলে খুলনা মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম কে বাধ্যতামূলকভাবে অবসরে পাঠানো হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com