নওগাঁর রাণীনগরে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি/প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করার এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা সিনিয়র মৎস্য অফিস।
এই কর্মসূচির আওতায় ৩শত ৩৪কেজি রুই জাতের মাছের পোনা উপজেলা পরিষদ, উপজেলার ৫টি গুচ্ছ গ্রাম, মাদ্রাসা ও মহিলা কলেজের পুকুরে অবমুক্ত করা হয়। বুধবার উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন, সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, কৃষি কর্মকর্তা ফারজানা হক, সমাজসেবা কর্মকর্তা মাহবুবুর রহমান (কচি), সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম প্রমুখ।
মাছের চাষ বৃদ্ধির লক্ষ্যে আগামীতেও এই ধরণের কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।