বগুড়ার আদমদীঘিতে উৎসব মূখর পরিবেশে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫০ তম জন্মাষ্টমী পালিত হয়েছে। উপজেলা পুজা উদযাপন পরিষদের ব্যস্থাপনায় ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের আয়োজনে গতকাল সোমবার (২৬ আগস্ট) সকাল ৯টায় তালসন কালীবাড়ী মন্দির থেকে এক মঙ্গল শোভযাত্রা বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরে এসে শেষ হয়।
পরে আদমদীঘি ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি মোহন্ত চন্দ্র সরকারের সভাপতিত্বে ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকারের সঞ্চালনায় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী, থানা বিএনপি’র সাধারন সম্পাদক আবু হাসান, যুগ্ম সম্পাদক মাসুদ আহম্মেদ, বিএনিপ নেতা খন্দকার মেহেদী হাসান, ফরিদুল হক মুক্তা, পুজা উদযাপন পরিষদের নেতা বাদল মৈত্র, লক্ষন সরকার, পংকজ সরকার, মদন মোহন সরকার,পংকজ সরকার,কানাই প্রামানিক, মৃনাল সরকার, জগাই কুন্ডু প্রমুখ। অপরদিকে সান্তাহার রেলওয়ে মন্দিরের আয়োজনে এক মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।