বর্তমান সরকার এনজিও সরকার নয় মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন,অন্তবর্তীকালীন সরকারকে সাহায্য করবে বিএনপি। তবে নির্ধারিত সময়ের মধ্যে তাদের নির্বাচন দিতে হবে।
রোববার (২৫ আগস্ট) মুক্তিযোদ্ধা দলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আন্দোলনে ছাত্র-জনতা হত্যাকারী দুর্বৃত্তদের সেনানিবাসে জায়গা দিয়ে সেনাবাহিনী ভুল করেছে।
বিপ্লব এখনও থমকে আছে দাবি করে মেজর হাফিজ বলেন, আয়না ঘরের নামে যারা মানুষ হত্যা করেছে, গুম করেছে তারা বহাল তবিয়তে আছে, দ্রুত আয়না ঘরের স্রষ্টাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।
শুধু বুদ্ধিজীবী আর এনজিও কর্মী নয়, বিপ্লবীদের দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার আহ্বান জানিয়ে মেজর হাফিজ বলেন, শেখ হাসিনা সরকারকে মদদ দিয়েছিল যে উপদেষ্টা পরিষদ, প্রশাসনে এমন যারা আছে তাদের সরিয়ে দিতে হবে। শেখ হাসিনা ভারতে বসে চক্রান্ত চলছে দাবি করে ছাত্র জনতাকে সতর্ক থাকার আহ্বান জানান মেজর হাফিজ উদ্দিন।
এ সময় গত ১৬ বছর যারা নির্যাতন চালিয়েছেন, তাদের প্রত্যেকের তালিকা করে বিচার করতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।