বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বাগেরহাট থেকে আটক হলো জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা মামলার আসামি ফুলবাড়ীতে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারী আটক গাইবান্ধায় ১ হাজার দুস্থ মানুষ পেলেন শীতবস্ত্র গাইবান্ধায় বড় দিন উদযাপিত দুপচাঁচিয়ায় ট্রান্সফরমার চোর সদস্যের দুই সদস্য গ্রেপ্তার সহ মালামাল উদ্ধার বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত মোংলায় ৪০টি গীর্জায় উদযাপিত হচ্ছে শুভ বড়দিন বাগেরহাটের রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত ‎আগামীর বাংলাদেশ হবে সাম্যের ‎-জামায়াত আমীর ডা. শফিকুর রহমান দুপচাঁচিয়ায় সাকিবকে মারপিটের ঘটনায় মানববন্ধন কর্মসূচী পালিত

একের পর এক চিংড়ি ঘের লুট, আতঙ্কিত ঘের মালিকেরা

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
  • আপডেট টাইম শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৩৩
একের পর এক চিংড়ি ঘের লুট, আতঙ্কিত ঘের মালিকেরা
একের পর এক চিংড়ি ঘের লুট, আতঙ্কিত ঘের মালিকেরা

একের পর এক চিংড়ি ঘের লুটের ঘটনায় এলাকার ঘের মালিকদের মাঝে চরম আতঙ্ক ও ভীতি বিরাজ করছে। বিভিন্ন এলাকার ঘের মালিকেরা এখন আল-আমিন গ্যাংয়ের আতংকে রয়েছেন। তাদের লুটপাটে ভীতসন্তস্ত্র সাধারণ মানুষও। আর একের পর এক এই ঘের লুটের ঘটনা ঘটছে বাগেরহাটের রামপাল উপজেলায়।

রামপাল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন জানান, ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল-আমিন শেখ শ’খানেক লোকজন নিয়ে বৃহস্পতিবার বিকেলে তার ২৪০বিঘার চিংড়ি ঘের থকে লাখ টাকা মাছ লুটে নিয়ে গেছে। তার ঘেরটি ভোজপাতিয়া ইউনিয়নের ক্যাটার্জীখালী গ্রামে। এছাড়া ঘের থেকে নগদ ১লাখ ৪২হাজার টাকা ও মালামাল লুটে নেয়।

তিনি বলেন, কি বলবো বলেন-আমাদের দলের লোকই (আল-আমিন) লোকজন নিয়ে এই লুটপাট চালাচ্ছে। আর তার এ অপকর্মে ইন্দন দিচ্ছেন রামপাল থানা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন।

ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তরফদার এনামুল হক প্রিন্স জানান, আল-আমিন গ্যাং বুধবার রাত ১১টার দিকে স্থানীয় শাহিনা বেগমের ১শ বিঘার ঘেরে লুটপাট চালায়। এ সময় ঘেরটি হতে ৮০হাজার টাকা মূল্যের বাগদা চিংড়ি, ৮হাজার টাকার বাইলা মাছ ও দুই হাজার টাকার চিংড়ি মাছ লুট করে নেয়। ঘের মালিক শাহিনা বেগম বলেন, আমার ঘের লুট করে যাওয়ার সময় ৫লাখ টাকা চাঁদা দাবী করেন। দাবীকৃত চাঁদা না দিয়ে ঘের দখল করে নেয়ার হুমকি দিয়ে যান। এছাড়া এসব ঘটনা থানা পুলিশকে না জানাতেও শাসিয়ে যান আল-আমিন।

এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় পেড়িখালী ইউনিয়নের ডাকরা বাজার সংলগ্ন মোহাম্মদ আলীর ৯০বিঘার ঘেরের মাছ লুটে নেয় আল-আমিন গ্যাং। এ ঘেরটি হতে ৮০হাজার টাকার মাছ লুট করা হয়।
আর এর আগে বুধবার রাতে একই ইউনিয়নের দেড়শ বিঘার মীরের ঘের থেকে লাখ টাকার মাছ লুটে নেয় আল-আমিন গ্যাং।

এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার ঘের লুটপাটে মেতে রয়েছে আল-আমিন গ্যাং।

আল-আমিন গ্যাংয়ের ভয়ে ভুক্তভোগী কোন ঘের মালিকই এখনও পর্যন্ত লুটপাটের ঘটনায় থানা অভিযোগ দেয়ার সাহস করেনি।

এ বিষয়ে অস্বীকার করে আল-আমিন বলেন, আমি কিংবা আমার লোকজন কোনভাবেই এসব লুটপাটের সাথে জড়িত না

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com