আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
মানুষ মানুষের জন্য এই স্লোগানকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে বন্যার্থ মানুষের সহযোগিতায় হাত বাড়িয়ে বগুড়ার আদমদীঘি উপজেলা সদরে অর্থ সংগ্রহ শুরু করা হয়েছে।
শনিবার (২৪ আগষ্ট) সকাল থেকে বাসস্ট্যান্ড এলাকায় সাধারণ শিক্ষার্থি ও নাগরিক সমাজের উদ্যোগে এই অর্থ সংগ্রহ শুরু করা হয়। প্রথম দিন অর্থ সংগ্রহে ব্যাপক সাড়া পড়েছে। বিভিন্ন শ্রেনি পেশার মানুষ আর্থিক সহযোগিতা করতে এগিয়ে আসছেন।
সংগৃত এসব অর্থ উপজেলা নির্বাহি অফিসারের মাধ্যমে বন্যার্থ এলাকায় পৌঁছানো হবে বলে জানা গেছে। অর্থ সংগ্রহে সহযোগিতা করছেন শিক্ষার্থি রানিম, রাইসা, সিফা, ফয়সাল, বাদল, রাফি, তানভীর, রাহিদ, দ্বীপসহ অন্যান্য শিক্ষার্থিবৃন্দ।