দুপচাঁচিয়া উপজেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২২আগস্ট) সন্ধ্যায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও জাহিদুল ইসলাম সুজন এর পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী, যুগ্ম আহবায়ক মোস্তাক আহম্মেদ, যুবদল নেতা আশরাফুল আলম, সাব্বির আহমেদ প্রমুখ। পরে সর্ব সম্মতিক্রমে সাব্বির আহমেদকে কার্যকরী সভাপতি, হুমায়ুন কবিরকে সভাপতি, জাহিদুল ইসলাম সুজনকে সাধারণ সম্পাদক, আব্দুল মোমিনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১১সদস্য বিশিষ্ট উপজেলা সিএনজি চালিত অটো রিকশা মালিক সমিতির কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে উপদেষ্টা হিসাবে উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী, যুবদল নেতা আশরাফুল আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাক আহম্মেদ, পৌর বিএনপির সহসভাপতি এ্যাড. সাইফুর রহমানকে রাখা হয়েছে।