নওগাঁর রাণীনগরে “সবুজ বেষ্টনীতে গড়ব লাল সবুজের বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রশিকার পক্ষ থেকে বিনামূল্যে গাছ বিতরণ করা হয়েছে। সারা দেশে গাছ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার ৫’শতাধিক মানুষের মাঝে একটি করে আম, জলপাই, জারুল, আমলকি, কড়ই, আকাশমনি, মেহেগুনিসহ বিভিন্ন জাতের পরিবশে বান্ধব গাছের চারা বিতরণ করা হয়।
শুক্রবার (২৩ আগস্ট) সকালে উপজেলার এছাহক টাওয়ার প্রাঙ্গনে প্রশিকা রাণীনগর উন্নয়ন এলাকা কার্যালয়ে প্রশিকার সদস্য ও অন্যান্যদের হাতে বন বিভাগের সহযোগিতায় তিনটি করে গাছ তুলে দেয়া হয়।
প্রশিকার বিভাগীয় ব্যবস্থাপক নুর হোদার সভাপতিত্বে ও এলাকা ব্যবস্থাপক সেলিনা পারভীনের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ঢাকার পরিচালক জি আজম। এছাড়াও কেন্দ্রীয় ব্যবস্থাপক জসীম উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানায়, গাছ হলো পৃথিবীর হৃদপিন্ড। হৃদপিন্ড ছাড়া যেমন কোন প্রাণী বাঁচতে পারে না তেমনি ভাবে বসবাসের যোগ্য এই পৃথিবীও দিন দিন গাছ ছাড়া হৃদপিন্ড বিহীন হয়ে পড়ছে। তাই পৃথিবীর হৃদপিন্ডটি আরো শক্তিশালী করতে বেশি বেশি করে গাছ রোপনের সেই দায়িত্ববোধ থেকেই দেশব্যাপী প্রশিকা গাছ বিতরণ করছে।
এসময় বক্তারা বলেন আমরা যেভাবে প্রতিদিন প্রয়োজন আর অপ্রয়োজনে গাছ কাটছি সেই তুলনায় রোপন করছি না। যার কারণে জলবায়ুর ব্যাপক পরিবর্তন হচ্ছে। খরার সময় প্রচন্ড খরা, বৃষ্টির সময় প্রবল বৃষ্টিপাত হচ্ছে। ফলে দিন দিন এই পৃথিবী মানুষসহ অন্যান্য প্রাণীদের বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। এমন করুন অবস্থা থেকে রক্ষা পেতে এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বসবাসযোগ্য পৃথিবী গড়ে তোলার জন্য প্রতিটি জায়গাতে পরিবেশ বান্ধব গাছ রোপনের অভাস গড়ে তুলতেই মূলত আজকের গাছ বিতরণ করা। আগামীতেও এই ধরণের সামাজিক কর্মকান্ড প্রশিকা অব্যাহত রাখবে বলেও জানান বক্তারা।