বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত মোংলায় ৪০টি গীর্জায় উদযাপিত হচ্ছে শুভ বড়দিন বাগেরহাটের রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত ‎আগামীর বাংলাদেশ হবে সাম্যের ‎-জামায়াত আমীর ডা. শফিকুর রহমান দুপচাঁচিয়ায় সাকিবকে মারপিটের ঘটনায় মানববন্ধন কর্মসূচী পালিত দুপচাঁচিয়ায় ওএমএস ডিলার নিয়োগে লটারী অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই রাখাল নিহত গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আগৈলঝাড়ায় শিক্ষক রনজিৎ’র দুর্নীতি ও অনিয়মের কারনে শিক্ষার্থীদের বিক্ষোভ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৩৩

 

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী(বিএইচপি)’র গনিত বিভাগের শিক্ষক রনজিৎ কুমার বাড়ৈর দুর্নীতি ও অনিয়মের কারনে তার পদত্যাগ চেয়ে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী(বিএইচপি)’র গনিত বিভাগের শিক্ষক রনজিৎ কুমার বাড়ৈ স্কুলে যোগদানের পরই বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, তার কাছে প্রাইভেট না পড়লে ফেল করানোর হুমকি, আওয়ামীলীগ সরকারের সময় ক্ষমতার অপঃব্যবহার, বিভিন্ন সময় মিথ্যা ভাইচারের মাধ্যমে ১১ লক্ষ টাকা লুটপাট, ক্যাশবুক ছাড়াই ব্যাংক থেকে টাকা উত্তোলন, কোচিং ফি, পরীক্ষার এডমিট কার্ড ও পিকনিকের নামে টাকা আত্মসাৎ করেন তিনি। এবং শিক্ষার্থী ও অভিভাবদের সাথে অসদাচরন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একারনে তার পদত্যাগ চেয়ে গতকাল বুধবার সকালে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী মো.সাজ্জাদ হোসেন, নাসির উদ্দিন শাহ, ইমরুল বিশ^াস ও মুন্না খান নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে শিক্ষক রনজিৎ কুমার বাড়ৈর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মাওলানা ফজলুল হক সাংবাদিকদের বলেন, তার পদত্যাগ চেয়ে শিক্ষার্থীরা আমার কাছে এসেছিলেন। আমি তাদের স্কুলের ম্যানেজিং কমিটির দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যেতে বলেছি।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন শিক্ষক রনজিৎ কুমার বাড়ৈর পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের একটি লিখিত আবেদন পাওয়ার সত্যাতা স্বীকার করে বলেন, আমি তার অনিয়ম ও দুর্নীতি ব্যাপারে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিব। তারা সাত দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আমার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা-ভিত্তিহীন দাবী করে শিক্ষক রনজিৎ কুমার বাড়ৈ বলেন, এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি যখন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ছিলেন তখন সে আমার উপর অন্যায় করেছে। আমি কখনও বিদ্যালয়ের কোন দায়িত্বে যেতে চাইনি। আমাকে জোর করে দায়িত্ব দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com