শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন

সাগর-রুনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার হবে : তথ্য উপদেষ্টা

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১১৬
সাগর-রুনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার হবে : তথ্য উপদেষ্টা
সাগর-রুনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার হবে : তথ্য উপদেষ্টা

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ড নিয়ে প্রহসন করা হয়েছে। মন্ত্রণালয় এ নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, এ নৃশংস হত্যাকাণ্ডের পুনঃতদন্তের মাধ্যমে বিচার হবে। যত দ্রুত সম্ভব তা করার উদ্যোগ নেব। আশা করছি, ন্যায়বিচার নিশ্চিত করতে পারব।’

আজ রবিবার(১৮ আগস্ট) সকালে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভাবা হচ্ছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে এটি ঠিক করা হবে। গণমাধ্যমকে দলীয়করণ করা যাবে না। সাংবাদিকদের মধ্যে বিভেদ থাকা উচিত নয়। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘তথ্য উপদেষ্টা হয়েছি বলে গণমাধ্যমে আমাকে বেশি বেশি দেখাতে হবে, এমনটায় আমি বিশ্বাসী নই। আমাকে যত কম দেখানো যাবে ততই ভালো, আমি সেটাই চাইব। যেহেতু আমি আরও দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, তাই আমার ব্যস্ততাও থাকবে।’

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com