বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে দুপচাঁচিয়া উপজেলা যুবদলের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে খুনি হাসিনার নির্দেশে নির্বিচারে শিক্ষার্থী হত্যা, খুনি হাসিনার বিচার, পিলখানা হত্যাকান্ডের বিচার, হেফাজতে ইসলামী নেতাকর্মীদের হত্যা ও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ডের প্রতিবাদে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল বুধবার (১৪আগস্ট) দুপুরে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয় হতে এক বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে।
বিক্ষোভ মিছিল শেষে উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোস্তাক হোসেনের পরিচালনায় অবস্থান কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইব্রাহীম আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোকলেছার রহমান বাবু, যুবনেতা আশরাফুল ইসলাম, জাহিদ হাসান রোস্তম, হুমায়ুন কবির, আব্দুস সালাম, আবু হাসান, ইলিয়াছ হোসেন কল্লোল, সবুজ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু রায়হান প্রামানিক প্রমুখ।
এসময় যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।