বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত মোংলায় ৪০টি গীর্জায় উদযাপিত হচ্ছে শুভ বড়দিন বাগেরহাটের রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত ‎আগামীর বাংলাদেশ হবে সাম্যের ‎-জামায়াত আমীর ডা. শফিকুর রহমান দুপচাঁচিয়ায় সাকিবকে মারপিটের ঘটনায় মানববন্ধন কর্মসূচী পালিত দুপচাঁচিয়ায় ওএমএস ডিলার নিয়োগে লটারী অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই রাখাল নিহত গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী কিশিদা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৩১
পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী কিশিদা
পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী কিশিদা

পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সেই সঙ্গে নিজের রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রধানের পদ থেকে অব্যাহতি নেওয়ার পরিকল্পনাও চুড়ান্ত করেছেন তিনি।

বুধবার (১৪ আগস্ট) রাজধানী টোকিওতে এক সংবাদ সম্মেলনে কিশিদা নিজেই নিশ্চিত করেছেন এ তথ্য। তিনি আরও বলেছেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে এলডিপি নতুন একজন শীর্ষ নেতা বেছে নেবে, যিনি আসন্ন নির্বাচনে দলকে নেতৃত্ব দেবেন।

জাপানের জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ভাবশিষ্য ফুমিও কিশিদা দেশটির সবচেয়ে জনপ্রিয় নেতাদের মধ্যে একজন। এই বিপুল জনপ্রিয়তার ওপর ভর দিয়েই ২০২১ সালের নির্বাচনে জয় পেয়েছিলেন তিনি।

তবে এলডিপির নেতা-কর্মীদের দুর্নীতি, জীবনযাত্রার ব্যয়ের ঊর্ধ্বগতি এবং নিজেদের মুদ্রা ইয়েনের মান পড়তে থাকার কারণে সম্প্রতি তার জনপ্রিয়তা হ্রাস পাচ্ছিল। গত মাসে এক জরিপে দেখা গেছে, জাপানের মাত্র ১৫ দশমিক ৫ শতাংশ মানুষ কিশিদাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।

বুধবারের সংবাদ সম্মেলনে কিশিদা বলেন, “আমাদের দলে বড় পরিবর্তন আসছে। জনগণের আকাঙ্ক্ষা আমি মেনে নিয়েছি। সামনের নির্বাচনে সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটবে।”
“আমি প্রধানমন্ত্রীর পদ এবং দলীয় প্রধানের পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছি। গণতন্ত্রের বিকাশের জন্য মুক্ত বিতর্ক এবং স্বচ্ছ ও অবাধ নির্বাচন জরুরি। আমি আশা করছি যে আমার পদত্যাগের পর দল ফের তার স্বাভাবিক ছন্দে ফিরে আসতে পারবে।”

সাংবিধানিকভাবে এখনও কিশিদার মেয়াদ রয়েছে এক বছরের বেশি। এলডিপির এক নেতা জানিয়েছেন, যে তারা প্রধানমন্ত্রী ও দলীয়প্রধানকে সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু কিশিদা অনড়। তিনি বলেছেন, বর্তমান অবস্থায় প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদে তার থাকা ‘দায়িত্বহীনতার’ পরিচয়।

আরেক সদস্য বিবিসিকে বলেছেন, “তার এই সিদ্ধান্ত একই সঙ্গে দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষানীতি এবং অভ্যন্তরীণ রাজনীতিতে তার রেকর্ড যথেষ্ট ভালো। কিন্তু দলের দুর্নীতি কেলেঙ্কারির কারণে তাকে এই সিদ্ধান্ত নিতে হলো।”

প্রসঙ্গত, জনপ্রিয়তার দিক থেকে জাপানের রাজনীতিতে এলডিপির প্রভাব এখনও একচেটিয়া। ১৯৫৫ সাল থেকে জাপানে ক্ষমতায় রয়েছে দলটি। বর্তমানে জনপ্রিয়তার যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দলটি, তা প্রায় অভূতপূর্ব।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com