অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টপ এন্ড সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জয়ের পর টানা দুই ম্যাচে হারল বিসিবি হাইপারফরম্যান্স দল। বুধবার (১৪ আগস্ট) ডারউইনে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে আকবর আলীর দল ।
আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ এইচপি করেছে ৮ উইকেটে ১৪৭ রান। তা ২ উইকেট হারিয়ে ১৭.৪ ওভারেই টপকে গেছে অ্যাডিলেড। জ্যাক উইন্টার অপরাজিত ছিলেন ৮২ রানে।
বাংলাদেশ এইচপির হয়ে সুবিধা করতে পারেনি টপ অর্ডাররা। ওপেনার জিসান আলম করেছেন ২১ বলে ২৬ রান। ব্যর্থ হয়েছেন তানজিদ হাসান তামিম (১)। পারভেজ হোসেন ইমন (৮), আফিফ হোসেন ধ্রুব (২)।
তবে মিডল অর্ডারে দলকে পথ দেখান অধিনায়ক আকুবর আলি ও শামীম পাটায়ারী। ৩৫ বলে ১ চার ২ ছক্কায় ৩৬ রান করেছেন আকবর। ৩২ বলে ৩ চার ১ ছক্কায় ৪২ রান এসেছে শামীমের ব্যাটে।
লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ১ রানেই ওপেনার জস ক্যানকে (০) হারাতে হয় অ্যাডিলেডকে। তবে এরপর আর কোনো সুযোগই পাননি বাংলাদেশের বোলাররা। তিন নম্বরে নামা নোয়া ম্যাকফাইডেনকে নিয়ে ৮৩ রানের জুটি গড়েন ওপেনার জ্যাক উইন্টার।
৩২ বলে ৩৮ রান করে ম্যাকফাইডেন আউট হলেও হামিশ কেসকে (২৩*) নিয়ে দল জিতিয়েই মাঠ ছাড়েন উইন্টার। ৫৪ বলে ১০ চার ৩ ছক্কায় সাজান ৮২ রানের ইনিংসটি।