নওগাঁ সদর এলজিইডি অফিসে কর্ম বিরতি ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর কথিত ঠিকাদার খলিল গং কর্তৃক উপ-সহকারি প্রকৌশলী মো: শাহীনূর হকের উপর হামলা এবং নির্যাতনের প্রতিবাদে এমন কর্মসূচি পালন করেছে সদর উপজেলা প্রকৌশল অধিদপ্তর।
সদর উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেনের নেতৃত্বে সোমবার সকাল থেকে ১২টা পর্যন্ত অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। এরপর সদর উপজেলা পরিষদ চত্বরের প্রধান ফটকের সামনে মানববন্ধন শেষে একটি মিছিল বের করে তা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে শেষ করা হয়। সেখানে এলজিইডি নওগাঁর নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমদের কাছে বিষয়টি মৌখিক ভাবে জানানো হয়।
সদর উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন বলেন একজন ঠিকাদার কখনোই সংশ্লিষ্ট কর্মকর্তার উপর নির্যাতন চালাতে পারেন না। খলিল একজন খারাপ ঠিকাদার। সরকারি বিভিন্ন কাজে খলিলের অনিয়ম আর দুর্নীতিকে সায় না দেওয়ার কারণে একজন কর্মকর্তার উপর হামলা ও নির্যাতন করেছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। খলিলের বিরুদ্ধে দ্রুত আইনগত দৃষ্টান্তর মূলক ব্যবস্থা নিতে আমরা বিষয়টি আমাদের স্যারকে মৌখিক ভাবে জানিয়েছি। আশা রাখি স্যার দ্রুতই খলিলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ মুঠোফোনে জানান বিষয়টি তিনি জানতে পেরেছেন। তিনি ওই অফিসকে খলিলের সকল কর্মকান্ডে সব রকমের সহযোগিতা প্রদানে নিষেধ করেছেন। তিনি বিষয়টি দ্রুতই আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবেন। তারা নিশ্চয় খলিলের এমন জঘন্য ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
ঠিকাদার খলিলের মুঠোফোন ফোন বন্ধ পাওয়ায় এই বিষয়ে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।