মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আগৈলঝাড়ায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রীর মৃত্যু। জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় দুপচাঁচিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাহিত্য প্রেমী ও দক্ষ সংগঠক সিরাজুল হক মন্টুর গল্প নন্দীগ্রামে চালককে মারপিট করে ইজিবাইক ছিনতাই সান্তাহার প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান বাগেরহাটে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

রাণীনগরে শুকরিয়া মিছিল

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি
  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৩৮
রাণীনগরে শুকরিয়া মিছিল
রাণীনগরে শুকরিয়া মিছিল

নওগাঁর রাণীনগরে স্বৈরশাসক শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার আনন্দে শুকরিয়া মিছিল এবং আন্দোলনে শহীদ হওয়া সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোস্তফা ইবনে আব্বাসের নেতৃত্বে একটি শুকরিয়া মিছিল বের করে উপজেলা জামায়াত ইসলামী দলের নেতৃবৃন্দরা। পরে মিছিলটি রাণীনগর বাজারের চৌরাস্তা মোড়ে গিয়ে একটি শুকরিয়া সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পুনরায় বিএনপির মোড়ে এসে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থীসহ সকল মানুষের রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন মোস্তফা ইবনে আব্বাস। এসময় উপজেলা জামায়াতে ইসলামী শাখা ও তার অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্য মানুষরাও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

এসময় দেশের প্রতিটি মানুষের জান ও মালের দায়িত্ব গ্রহণ করে সকল প্রকারের সহিংসতা, হামলা, মারপিট, ভাঙচুর ও লুটপাটসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ড থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানান উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোস্তফা ইবনে আব্বাস।

তিনি বলেন পুলিশ বাহিনীসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেখেন দেশের কোন অরাজকতার সঙ্গে জামায়াতে ইসলামী এবং তার অঙ্গ সংগঠনের কোন নেতৃবৃন্দরা জড়িত ছিলো না। বরং তারা দেশের প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জানমালের নিরাপত্তা প্রদান করতে সহায়তা করেছে। তাই মহান সষ্টিকর্তা আল্লাহর এই উপহার দ্বিতীয়বার অর্জন করা স্বাধীনতাকে ইমানের শক্তির মাধ্যমে ধরে রাখার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com