নওগাঁর রাণীনগরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিতে বিজয় মিছিল করেছে উপজেলা বিএনপি। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলার বিএনপির মোড় থেকে থানা বিএনপির একটি বিজয় মিছিল রাণীনগর বাজার, থানার মোড় হয়ে উপজেলার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে উপজেলা বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
পরে সেখানে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি ভাংচুর করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত বিজয় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক মোসারব হোসেন, সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য জাকির হোসেন, এইচ, এম, নয়ন খাঁন লুলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাক্কির হোসেন, যুগ্ম আহ্বায়ক সিরাজ-এ আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল, শ্রমিক দলের সভাপতি কাজী শাহাবুল প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও যুবদলের সাবেক আহ্বায়ক শরীফ মাহমুদ সোহেলসহ উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
এসময় দলের উর্দ্ধতন নেতৃবৃন্দরা বলেন শত শত শহীদ ছাত্রদের বুকের তাজা রক্ত ও জীবনের বিনিময়ে পুনরায় অর্জন করা স্বাধীনতাকে কোন সহিংসতা, হামলা, মারপিট, ভাঙচুর ও লুটপাটসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের মাধ্যমে কলঙ্কিত করতে চাই না। আমরা দেশের জনগনকে সঙ্গে নিয়ে আগামীর জন্য একটি বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়তে চাই। তাই সকল প্রকারের প্রতিহিংসা মূলক কর্মকান্ড থেকে বিরত থেকে উপজেলায় একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।