বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
বাগেরহাট থেকে আটক হলো জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা মামলার আসামি ফুলবাড়ীতে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারী আটক গাইবান্ধায় ১ হাজার দুস্থ মানুষ পেলেন শীতবস্ত্র গাইবান্ধায় বড় দিন উদযাপিত দুপচাঁচিয়ায় ট্রান্সফরমার চোর সদস্যের দুই সদস্য গ্রেপ্তার সহ মালামাল উদ্ধার বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত মোংলায় ৪০টি গীর্জায় উদযাপিত হচ্ছে শুভ বড়দিন বাগেরহাটের রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত ‎আগামীর বাংলাদেশ হবে সাম্যের ‎-জামায়াত আমীর ডা. শফিকুর রহমান দুপচাঁচিয়ায় সাকিবকে মারপিটের ঘটনায় মানববন্ধন কর্মসূচী পালিত

দুপচাঁচিয়ায় অসহযোগ আন্দোলনকারীদের বিক্ষোভ ও অগ্নিসংযোগ ,নিহত এক , আহত ৩০

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি
  • আপডেট টাইম রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৬১
দুপচাঁচিয়ায় অসহযোগ আন্দোলনকারীদের বিক্ষোভ ও অগ্নিসংযোগ \ নিহত এক \ আহত ৩০
দুপচাঁচিয়ায় অসহযোগ আন্দোলনকারীদের বিক্ষোভ ও অগ্নিসংযোগ নিহত এক আহত ৩০

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়ায় শিক্ষার্থীরা অসহযোগ আন্দোলনের বিক্ষোভ মিছিল ৪আগস্ট রোববার সকাল সাড়ে ১০টায় জেকে কলেজ রোড হতে বের করে। বিক্ষোভ মিছিল সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় পৌছিলে বিএনপি ও জামায়াতের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে পুলিশের সামনেই অস্থায়ী পুলিশ বক্স ভাঙচুর করে। পরে বিক্ষোভকারীরা উপজেলা আওয়ামীলীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং আওয়ামীলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে মারপিট করে আহত করে।

বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ রোডে যাবার সময় পুলিশ বাধা দিলে আন্দোলনকারীরা পুলিশকে আক্রমণ করে। এসময় পুলিশ শর্টগানের গুলি ছুড়ে পিছু হটে থানায় অবস্থায় নেয়। বিক্ষোভকারীরা প্রয়াত বীরমুক্তিযোদ্ধা মাহবুবুবার রহমান তালুকদার মুকুলের বাড়িতে হামলা করে ভাঙচুর করে থানার অভিমুখে যায়। থানা আক্রমনের করতে গেলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ালসেল নিক্ষেপ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে গেলে পুলিশ গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ কাহালু উপজেলার বীরকেদার মন্ডলপাড়ার মুনিরুল ইসলাম মুনির(২২) নামের একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও আরও ৩০জন গুলি বিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে এলে ১০জনকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে(শজিমেক) প্রেরণ করা হয়। এছাড়াও বিক্ষোভকারীরা থানা সংলগ্ন সহকারী কমিশরার(ভূমি) অফিসে অগ্নিসংযোগ করে ভাঙচুর করে।

পরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন ভবনে বঙ্গবন্ধুর মোড়াল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বিক্ষোভকারীরা নিহত মুনিরের লাশ নিয়ে থানার দিকে গেলে পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি হলে পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভকারীরা থানার বাইরে ও উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে বিক্ষোভ করতে গেখো গেছে। বেশিরভাগ দোকানপাট বন্ধ হয়ে গেছে। বর্তমানে উপজেলা সদরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com