দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের ঘোষণা অনুযায়ী বগুড়ার দুপচাঁচিয়ায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
শনিবার বেলা সোয়া ১১টায় উপজেলা সদরের সিও অফিস বাসস্ট্যান্ড থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে সিও অফিস বাসস্ট্যান্ডে সমাবেত হয়। ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল শেষে বিক্ষোভকারীদের পক্ষ থেকে মিছিল সমাপ্ত ঘোষণা করা হয় এবং রোববারের অসহযোগ আন্দোলনে শরিক হওয়ার আহবান জানিয়ে আন্দোলনকারীরা সমাবেশ স্থল ত্যাগ করে। এসময় পুলিশ কোনোরূপ বাধাপ্রদান না করে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় সতর্ক অবস্থান নেয়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকারের সঙ্গে কথা হলে তিনি বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মিছিল করায় কোনো অঘটন ছাড়াই তাদের কর্মসূচী শেষ করেছেন। জনগণের জানমালের নিরাপত্তায় আমরা যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছি।