মোল্লাহাটে অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় মো: ইমরান হোসেন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে ১৬.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে র্যাব-৬।
আটক মোঃ ইমরান হোসেন(২৮) খুলনা জেলার রূপসা উপজেলার দেয়াড়া(মিয়াবাড়ী) গ্রামের মোঃ রফিকুল ইসলাম রবির ছেলে।
র্যাব জানায়, বৃহস্পতিবার (১ আগস্ট) র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি প্রাইভেটকারে ১ জন ব্যক্তি ব্রহ্মনবাড়ীয়া থেকে খুলনার উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে আসছে।
গোপালগঞ্জ জেলার সদর থানার চরগোবড়া এলাকায় বাগেরহাটের মোল্লাহাটের আবুল খায়ের সেতুর পূর্ব পাশে টোল প্লাজায় তল্লাশি চালিয়ে একটি কালো রংয়ের প্রাইভেট কার থামানোর জন্য সিগনাল দিলে ১ জন ব্যক্তি দরজা খুলে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহাতায় তাকে আটক করা হয়।
এ সময় গ্রেফতারকৃত আসামীকে তল্লাশি করে ১৬.৫ কেজি গাঁজা, ১ টি প্রাইভেট কার, ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে গোপালগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করে হস্তান্তর করা হয়েছে।