আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: রাহিদ সরদার।
এছাড়াও সহকারি কমিশনার (ভ’মি), উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের প্রধানগণ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত), সকল ইউপি চেয়ারম্যান, সুধীমহলের সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় আগামী ১৫আগস্ট জাতীয় শোক দিবস সরকারি নিয়ম সঠিক ভাবে মেনে পালনের বিষয়ে গুরুত্ব প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি বলেন প্রতি বছরের ন্যায় এবছরও আমরা জাতীয় শোক দিবস পেয়েছি। তাই জাতির পিতার প্রয়াণ দিবসটি সর্বক্ষেত্রে পালনে যেন কোন প্রকারের ব্যত্যয় না ঘঠে সেই দিকে সুনজর দিয়ে শোক দিবসটি যথাযথ মর্যাদার মাধ্যমে পালন করার প্রতি সকলকে তাগিদ প্রদান করেন।