বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
বাগেরহাট থেকে আটক হলো জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা মামলার আসামি ফুলবাড়ীতে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারী আটক গাইবান্ধায় ১ হাজার দুস্থ মানুষ পেলেন শীতবস্ত্র গাইবান্ধায় বড় দিন উদযাপিত দুপচাঁচিয়ায় ট্রান্সফরমার চোর সদস্যের দুই সদস্য গ্রেপ্তার সহ মালামাল উদ্ধার বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত মোংলায় ৪০টি গীর্জায় উদযাপিত হচ্ছে শুভ বড়দিন বাগেরহাটের রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত ‎আগামীর বাংলাদেশ হবে সাম্যের ‎-জামায়াত আমীর ডা. শফিকুর রহমান দুপচাঁচিয়ায় সাকিবকে মারপিটের ঘটনায় মানববন্ধন কর্মসূচী পালিত

বর্তমান সরকার মৎস্য সম্পদের উন্নতির জন্য সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করেছেন: এমপি বাঁধন

গোলাম মুক্তাদির সবুজ, দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি
  • আপডেট টাইম বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৬৯
বর্তমান সরকার মৎস্য সম্পদের উন্নতির জন্য সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করেছেন: এমপি বাঁধন
বর্তমান সরকার মৎস্য সম্পদের উন্নতির জন্য সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করেছেন: এমপি বাঁধন

বগুড়া-৩ আসনের সংসদ সদস্য খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন বলেছেন, বাংলাদেশে বর্তমানে মৎস্য ক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্যের উৎপাদন বৃদ্ধি সহ মৎস্য সম্পদকে উন্নতির দিকে এগিয়ে নিতে সকলপ্রকার পদক্ষেপ গ্রহণ করেছেন। এক্ষেত্রে মৎস্যচাষীদের অবদান অনস্বীকার্য।

বুধবার (৩১জুলাই) দুপুরে দুপচাঁচিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে ও সাবেক ব্যাংকার আজিজুল হকের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের

চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, সহকারী কমিশনার(ভূমি) লিজা আক্তার বিথী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুর রহমান মহলদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহমিদা আক্তার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মকছেদ আলী প্রামানিক(চঃদাঃ), মৎস্য চাষী শাহীদুর রহমান কয়েন, আমিনুল ইসলাম পলাশ, মাছের খাদ্য ব্যবসায়ী ওমর ফারুক প্রমুখ।

উদ্বোধনী সভার পূর্বে প্রামাণ্যচিত্র প্রদর্শন, বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ এবং উপজেলা পরিষদের পুকুরে অতিথিবৃন্দ মাছের পোনা অবমুক্ত করেন। শেষে মৎস্যক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ৪টি ক্যাটাগরিতে ৪জনকে উপজেলা মৎস্য অফিসের পক্ষ হতে ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com