নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে ঘরছাড়া বিএনপি-জামায়াত নেতাকর্মীরা। গ্রেপ্তার আতঙ্কে তারা আত্মগোপনে রয়েছে। অনেকেই বন্ধ করে রেখেছে মোবাইল ফোন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বগুড়ার নন্দীগ্রামে সোমবার (২৯ জুলাই) পর্যন্ত পুলিশ বিএনপির ১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। যদিও এ আন্দোলনকে কেন্দ্র করে নন্দীগ্রামে কোনো মিছিল, মিটিং ও সংঘর্ষের ঘটনা ঘটেনি।
থানা সূত্রে জানা গেছে, পুলিশ রবিবার অভিযান চালিয়ে পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জয়ন্ত কুমার ও সোমবার সকালে উপজেলা বিএনপির সদস্য আনিছুর রহমানকে গ্রেপ্তার করে। এ ছাড়া গত ১৮ জুলাই পুলিশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেলকে গ্রেপ্তার করে। গত কয়েকদিনে পুলিশ বিএনপির বিভিন্ন পর্যায়ে ১৫জন নেতাকর্মীকে নাশকতা মামলায় গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, নন্দীগ্রামে কোনো ঘটনাই ঘটেনি অথচ পুলিশ বিএপির নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। গ্রেপ্তারের ভয়ে অনেক বিএপির নেতাকর্মী এখন ঘরছাড়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন বলেন, নাশকতার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।