‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ মঙ্গলবার (৩০জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে গণমাধ্যম ব্যক্তিত্ব ও সুধীজনদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মকছেদ আলী প্রামানিক(চঃদাঃ) এর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নূরে আলম সিদ্দিকী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সাংবাদিক কেএম বেলাল, মৎস্য চাষী শাহীদুর রহমান কয়েন, হ্যাচারী মালিক আবু বক্কর, মৎস্য খাদ্য ব্যবসায়ী ওমর ফারুক প্রমুখ।