চলতি বছরে বাংলাদেশের মাটিতে বসতে যাচ্ছে আইসিসির বোর্ড সভা। আগামী অক্টোবরে আইসিসির বোর্ড সভার ভেন্যু নির্ধারিত হয়েছে বাংলাদেশ। গতকাল রোববার (২৯ জুলাই) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেছেন।
আইসিসি নির্বাচনের ইশতেহার ঘোষণার পর নিজে প্রার্থী হবেন কিনা, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।
মাঠে সাফল্য না থাকলেও ক্রিকেট কূটনীতিতে ভালোভাবেই এগোচ্ছে বাংলাদেশ। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার পরই বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হয় বিসিবিকে। আস্থা অর্জন করায় এবার বিসিবিকে আরও বড় দায়িত্ব দিয়েছে আইসিসি।
এ বছরই শেষ হচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বর্তমান কমিটির মেয়াদ। নতুন কমিটিও গঠন হবে এ বছরের শেষ দিকে। সেই কমিটির চেয়ারম্যান নির্বাচনের দায়িত্ব পড়েছে বাংলাদেশের কাঁধে। বিষয়টি নিশ্চিত করে এ সম্পর্কে গণমাধ্যমকে পাপন বলেন, ‘আইসিসির পরের বোর্ড মিটিং ঢাকায় হবে। এখানে নির্বাচনটাও হওয়ার কথা।’
পাপন যোগ করেন, ‘নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি। অক্টোবরে বর্তমানে যিনি চেয়ারম্যান আছে