কোটা সংস্কার আন্দোলনসহ বিভিন্ন ইস্যুতে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ও আলোচিত কবি মারজুক রাসেলের নামে সোশ্যাল মিডিয়া ফেসবুকে ফেক পেজ থেকে বিভিন্ন সময় নানা ধরনের পোস্ট দেয়া হয়।
যেখানে সরকার বিরোধী উসকানিমূলক কথাবার্তা বলা হচ্ছে, সাধারণ মানুষের মাঝেও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সেসব স্ট্যাটাস-পোস্টে হাজার হাজার রিঅ্যাকশন ও মন্তব্য পড়েছে। আর সাধারণ মানুষ এবং তারকার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা মনে করছেন- এমনটা হয়তো অভিনেতা মারজুক রাসেল নিজেই করছেন।
এদিকে ফেসবুকে ‘মারজুক রাসেল’ নামের ওই পেজটি আসলে এ অভিনেতার নয়। অন্য কেউ তার নাম ও ছবি ব্যবহার করে এসব কর্মকাণ্ড করছেন বলে জানিয়েছেন মারজুক রাসেল। যে কারণে গতকাল রাজধানীর ডিবি কার্যালয়ে অভিযোগ জানাতে হাজির হন মারজুক রাসেল। সেখানে ডিবি প্রধান হারুন অর রশিদের সাথে দেখা করেন তিনি।
এ সময় গণমাধ্যমকে এই অভিনেতা বলেন, আমার নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া পেজ থেকে দীর্ঘদিন ধরে উসকানিমূলক পোস্ট দেয়া হচ্ছে। যেটার সাথে আমার কোনো সম্পর্ক ও সম্পৃক্ততা নেই। বিষয়টি নিয়ে আমি বিব্রত হচ্ছি। যারা আমাকে চেনেন, বিশেষ করে আমার লেখালেখি, অভিনয়, জীবন-যাপন সম্পর্কে ধারণা রাখেন, তারা জানেন- এগুলো ফেক পেজ।
মারজুক রাসেল বলেন, আজ হারুন স্যারের সাথে দেখা করতে আসলাম। যারা আমার নামে এই ফেক পেজগুলো চালাচ্ছে, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়া হয়। কারণ এই পেজগুলোর কারণে আমি আমার দর্শক, ভক্তদের কাছে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছি।