প্রাক-মৌসুম পর্বে প্রথম জয়ের দেখা পেয়েছে লিভারপুল। রিয়াল বেতিসের বিপক্ষে ১-০ গোলে জিতেছে কোচ আর্না স্লটের দল। এদিন অবশ্য একটা ধাক্কাও খেয়েছে দলটি। খেলার মাঝে চোট পেয়ে মাঠ ছেড়েছেন মিডফিল্ডার কার্টিস জোন্স।
বাংলাদেশ সময় শনিবার (২৭ জুলাই) রিয়াল বেতিসের বিপক্ষে ১-০ গোলে জিতেছে লিভারপুল। ম্যাচের আধা ঘণ্টার মাথায় চোট যান পেয়ে মাঠ ছাড়েন জোন্স। এর তিন মিনিট পরই জয়সূচক গোলটি করেন হাঙ্গেরির মিডফিল্ডার দমিনিক সোবোসলাই।
২৩ বছর বয়সী ইংলিশ ফুটবলার জোন্সের চোট কতটা গুরুতর, তা অবশ্য জানা যায়নি। ডাচ কোচ স্লট বলেন, জোন্সের চোটের অবস্থা নিয়ে এখনই মন্তব্য করাটা আগেভাগে হয়ে যায়।
আগামী মৌসুমের প্রস্ততিপর্বে লিভারপুল প্রথম মাঠে নেমেছিল গত সপ্তাহে। দর্শকশূন্য নিজেদের ট্রেনিং গ্রাউন্ডে ওই ম্যাচে তাদেরকে ১-০ গোলে হারিয়ে দিয়েছিল ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের দল প্রেস্টন নর্থ এন্ড।
কোচ ইয়ুর্গেন ক্লপ অ্যানফিল্ডে দীর্ঘ ৯ বছরের অধ্যায়ের ইতি টানলে তার জায়গায় স্লটকে দায়িত্ব দেয় লিভারপুল। প্রেস্টনের বিপক্ষে সেটাই ছিল স্লটের কোচিংয়ে দলটির প্রথম ম্যাচ।