ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে রকেট হামলায় ১২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২৯ জন। হামলার জন্য লেবাননের হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল। অভিযোগ অস্বীকার করেছে হিজবুল্লাহ।
শনিবার (২৭ জুলাই) মাজদাল শামস নামক একটি গ্রামে এই হামলা চালানো হয়। লেবাননে ইসরায়েলি হামলায় সশস্ত্র গোষ্ঠীর চার সদস্য নিহত হওয়ার পর এই হামলা চালানো হলো।
রোববার (২৮ জুলাই) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, মাজদাল শামস শহরের একটি ফুটবল মাঠে হয় হামলা। নিহতদের বেশিরভাগই শিশু। এ হামলায় আহত আরও ১৮ জন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ-র দাবি, ইরানের তৈরি ‘ফালাক ওয়ান’ রকেট ব্যবহার করা হয়েছে হামলায়। গত ৭ অক্টোবর, গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে এটাই সবচেয়ে প্রাণঘাতী হামলা।
এ হামলার জন্য হিজবুল্লাহকে চড়া মাশুল গুণতে হবে বলে হুমকি দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। অবশ্য, হামলার দায় অস্বীকার করেছে হিজবুল্লাহ। একইদিন, লেবানন ভূখণ্ডে ইসরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ৪ জনের।