শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধার সুবিধা বঞ্চিত ৯৬ পরিবার পেল বিনামূল্যে টিউবয়েল দুপচাঁচিয়ার প্রতিবন্ধী গোফ্ফার নিখোঁজ মহান বিজয় দিবস উপলক্ষে তালোড়ায় মুড়াগাছা আলোকিত সমাজের উদ্যোগে পুরস্কার বিতরণ বাগেরহাটে ছাত্রলীগ নেতাকে আটকের ঘটনায় পুলিশের উপর হামলায় ওসি সহ আহত- ৩ বাগেরহাটে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালংকার লুট সাদ পন্থীদের কার্যক্রম বাতিলের দাবিতে ফুলবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত। সান্তাহারে দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত বিতরণ গাইবান্ধা নবাগত নারী পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা কিশোর গ্যাংয়ের হাতে ওষুধ ব্যবসায়ী শামীম হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ বাগেরহাটের রামপালে মুক্তিযোদ্ধা জলিল স্মরণে আমাদের গ্রাম’র ফ্রি মেডিকেল ক্যাম্প

আদমদীঘিতে পাল্টাপাল্টি মারধরে আতংকিত মানুষ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট টাইম শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ১২৫
আদমদীঘিতে পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধ, সংঘর্ষে নারীসহ আহত ১০
আদমদীঘিতে পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধ, সংঘর্ষে নারীসহ আহত ১০

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘির কেশরতা গ্রামে উপজেলা পরিণদের নির্বাচনের পর থেকে একই দলের সমর্থকদের মধ্যে নির্বাচনের জেরধরে পাল্টাপাল্টি মারধরে গ্রামের মানুষের মাঝে আতংক বিরাজ করছে। গত শনিবার (২৭ জুলাই) সকালে জমিতে আইল কাটতে গিয়ে ডালিম নামের এক ব্যক্তি মারপিটে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। প্রশাসনিক ভাবে নিয়ন্ত্রন না করা হয়ে যে কোন মুহুর্তে ওই গ্রামে বড় ধরণের সংঘাত ঘটতে পারে বলে আশংকা রয়েছে।

জানাযায়, আদমদীঘি উপজেলার কেশরতা গ্রামে বিগত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একই প্রার্থির পক্ষে নজরুল ইসলাম নজু ও জুয়েল রহমানসহ তার লোকজন দুই পক্ষ পৃথক ভাবে প্রচারনা চালান। তাদের সমর্থিত ওই প্রার্থী উপজেলা চেয়রম্যান পদে নির্বাচিত হন। তবে নজরুল ইসলান নজুর মধ্যে সন্দেহ সৃষ্টি হয় জুয়েল রহমান অপর প্রার্থির পক্ষে কাজ করেছে।

এ নিয়ে চারদিন পূর্বে উপজেলার কুসুম্বী বাজারে নজরুল ইসলাম নজু ও জুয়েলের মধ্যে বাকবিতন্ডা ও মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনার পরদিন নজরুল ইসলামের ছেলে ধাওয়া করে জুয়েল রহমানকে গ্রামেই মারপিটে আহত করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা থাকে। গত শনিবার (২৭ জুলাই) সকালে নজরুলের ছেলে ডালিম তাদের জমিতে আইল কাটতে গেলে জুয়েলসহ তার লোকজন ওই জমিতে ডালিমকে বেদম মারপিটে আহত করলে তাকে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কেশরতা গ্রামে চলছে প্রতিশোধ নেয়ার পাল্টাপাল্টি মারপিটের প্রতিক্রিয়া। ঘটনটি নিয়ন্ত্রন করা না হলে যেকোন মুহুর্তে গ্রামে ঘটতে পারে বড় ধরণের সংঘাত। নজরুল ইসলাম নজু ও জুয়েল রহমানের সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টি স্বীকার করে জানান, মিথ্যা অপবাদ দেয়ায় পাল্টাপাল্টি মারপিটের ঘটনা ঘটে। তবে উপজেলা চেয়ারম্যান বিষয়টি মিমাংসার আশ্বাস দেন।

 

আদমদীঘি থানার উপ পরিদর্শক নাজমুল হোসেন মৃধা জানান, ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে শান্ত হয়ে আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com