বগুড়ার আদমদীঘি সদরের জাতীয় ও স্থানীয় সকল সাংবাদিকদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৬ জুলাই) বেলা ১০টায় আদমদীঘি সোনালী ব্যাংকের নিচে অস্থায়ী প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সম্পাদক বেনজীর রহমান, সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা, খন্দকার মেহেদী হাসান, মিহির সরকার, আনোয়ার হোসাইন, আবু মুত্তালিব মতি, হেদায়েতুল ইসলাম উজ্জল, মিজানুর রহমান, মমিন খান, সবুর খান, পবিত্র কুমার প্রমুখ।
সভায় বিগত বছরের যাবতীয় হিসাব নিকাশ অনুমোদনসহ দেশে নাশকতাকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী ও উপজেলার সকল সাংবাদিকদের একত্রিত হয়ে আগামী অল্প দিনের মধ্যে দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়।