চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মো: আলমগীর (৩২) নামে এক টমটম চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ জুলাই) সকাল ১১টার দিকে উক্ত ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। নিহত আলমগীর উক্ত এলাকার কালু মিয়ার ছেলে। তিনি একজন টমটম চালক বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, আলমগীরসহ ৫-৬ জন যুবক মঙ্গলবার থেকে উক্ত এলাকায় একটি কুয়ার পানি সেচ দিয়ে শুকিয়ে মাছ ধরার জন্য মোটর স্থাপন করে। বুধবার সকালে ঘটনার সময় মোটরের গোড়া দিয়ে পানি সরে যেতে দেখে বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আলমগীর।
তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. কফিল উদ্দিন বলেন, স্থানীয়রা আলমগীর নামে বিদ্যুৎস্পৃষ্ট এক যুবককে হাসপাতালে নিয়ে আনার আগেই তার মৃত্যু হয়েছে।