দুপচাঁচিয়ার তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৬জুলাই মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয় হলরুমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সামছুল আলম টপির সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক অসীম কুমার মন্ডলের পরিচালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত হয়ে মনোযোগ সহকারে শিক্ষা গ্রহণের বিষয়ের ওপর আলোকপাত করে সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল ইসলাম টুটুল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আনোয়ার হোসেন, বেলাল হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক একেএম আব্দুল মাহাবুব রিন্টু, তারিকুল ইসলাম, সহকারী শিক্ষক উত্তম কুমার পাল, আব্দুল হাকিম, ওয়াসিম আকরাম, জামাল উদ্দিন, আলহামরা শাহীনা পারভীন, অভিভাবক অরবিন্দ কুমার দাস, মজনুর রহমান, শিক্ষার্থী আফম জুহাইফা ইসলাম মৃন্ময়, মাহফুজুর আতিক, হাফসা ইয়াছমিন হাসি প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।