শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
নন্দীগ্রামে শীতের তীব্রতায় খেজুর রস ও গুড়ের চাহিদা বেড়েছে গাইবান্ধায় ৭জন হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ডাসারে বিয়ে অনুষ্ঠান বিষাদে রূপান্তরিত: বোনের বিয়েতে যাওয়া হলো না রেশমার! তারেক রহমানের ৩১ দফার প্রচারে রামপালে লায়ন ডক্টর ফরিদুল ইসলাম গাইবান্ধায় শিক্ষা নীতি ও শিক্ষাঙ্গন বিষয়ক মতবিনিময় সভা বাগেরহাটে  সন্ত্রাসীর হামলায় ৪ নারী আহত গাইবান্ধার সুবিধা বঞ্চিত ৯৬ পরিবার পেল বিনামূল্যে টিউবয়েল দুপচাঁচিয়ার প্রতিবন্ধী গোফ্ফার নিখোঁজ মহান বিজয় দিবস উপলক্ষে তালোড়ায় মুড়াগাছা আলোকিত সমাজের উদ্যোগে পুরস্কার বিতরণ বাগেরহাটে ছাত্রলীগ নেতাকে আটকের ঘটনায় পুলিশের উপর হামলায় ওসি সহ আহত- ৩

কোটা সংস্কার দাবিতে সান্তাহারে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও ট্রেন অবরোধ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট টাইম বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২৫৯
সান্তাহারে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও ট্রেন অবরোধ
সান্তাহারে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও ট্রেন অবরোধ

 

বগুড়ার আদমদীঘির সান্তাহারে কোটা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা লোকো পশ্চিম কলোনি মাঠের সামনে বেলা ১২ টায় রূপসা আন্তঃনগর ট্রেন অবরোধ করেন।

পরে দেড় ঘন্টার প্রচেষ্টায় পুলিশ প্রশাসন উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর বেলা দেড়টায় ট্রেনটি সেখান থেকে ছেড়ে সান্তাহার জংশন স্টেশনে পৌঁছায়। এর আগে বেলা ১১ টায় সান্তাহার বিপি স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সান্তাহার সরকারি কলেজের মূল ফটকে যায়। সেখান থেকে ফিরে রেলগেট চত্বরে এসে প্রায় চার শতাধিক স্কুল ও কলেজের শিক্ষার্থীরা সমাবেত হয়। এরপর শিক্ষার্থীরা ট্রেন অবরোধের সীদ্ধান্ত নেয়।

দেড় ঘন্টা চলে অবরোধ। সেখানে শিক্ষার্থীরা কোটা সংস্কার চেয়ে স্লোগান স্লোগানে মুখরিত করে তোলেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা আফরোজ ও ফাঁড়ির ইনচার্জ আলমাস আলী শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এর কিছুপর তাঁরা ট্রেন অবরোধ করা থেকে সড়ে দাঁড়ান।

আন্দোলনকারী শিক্ষার্থী সরৎ ও সাইদুল ইসলাম জলাদ বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম কিন্তু পুলিশ আমাদের বাঁধাগ্রস্ত করেছে। শিক্ষার্থীদের দাবি পূরন না হলে আমাদের আন্দোলন চলবে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশ কোনো বাঁধা বা লাঠি চার্জ করেননি। বরং তাঁরাই উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করে। তা আমরা নিয়ন্ত্রণ করেছি। একারণে কোনো ধরনের আপ্রতিকর ঘটনা ঘটেনি।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com