কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে নিহত ৬ জনের স্মরণে আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে গায়েবানা জানাজা ও কফিন মিছিল বের করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
গত মঙ্গলবার মধ্যরাতে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।
ঘোষণা অনুযায়ী, বুধবার দুপুর দুইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা পড়বেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এরপর কফিন মিছিল বের করা হবে বলে জানানো হয়েছে। ঢাকা অবস্থানরত শিক্ষার্থীদের এই কর্মসূচিতে যোগদানের আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
ঢাকার বাইরের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতেও একইভাবে গায়েবানা জানাজা ও কফিন মিছিল বের করার আহ্বান জানানো হয়েছে।
এমন একটি সময় আন্দোলনকারীরা নতুন এই কর্মসূচি পালনের ঘোষণা দিলো যখন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার।
এমনকি, বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষাও (এইচএসসি) স্থগিত করা হয়েছে।
শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এরআগে, মঙ্গলবার সারা দিনে ঢাকা, রংপুর এবং চট্টগ্রামে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে শিক্ষার্থীসহ ছয় জন মারা যান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া এবং রাজশাহীতে পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়।