বগুড়া সরকারি আজিজুল হক কলেজ নতুন ভবনের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীরা তিনমাথা-সাতমাথা প্রধান সড়কের ওপর বিক্ষোভ করে। বিক্ষোভ থেকে কোটাবিরোধী নানা স্লোগান দিতে থাকে তারা। সড়কে যান চলাচলে বাধা সৃষ্টি না করে বিক্ষোভ করতে প্রশাসনের পক্ষ থেকে তাদের অনুরোধ জানানো হয় বলে জানা যায়।
আজ ১৬ জুলাই(মঙ্গলবার) আনুমানিক সকাল ১১টার পর কোটা সংস্কাকারের আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রশাসনের অনুরোধ মেনে সরকারি আজিজুল হক কলেজ নতুন ভবনের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশের সময় হাত বোমা বিস্ফোরণ হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী কোটা সংস্কারের আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের মাঝে তিন জন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। হামলার পরপরই আজিজুল হক কলেজ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও আওয়ামী লীগের অনেক নেতা কর্মীদের কলেজ ক্যাম্পাসে দেখা গেছে । আহত কোটা সংস্কারের আন্দোলনকারী শিক্ষার্থীদের শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে টহলরত পুলিশ বাহিনীর সদস্যরা ও স্থানীয়রা জানিয়েছে। কে বা কারা হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত করে জানা যায় নি।
মুক্তার শেখ
বগুড়া
১৬.০৭.২০২৪