শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
নন্দীগ্রামে শীতের তীব্রতায় খেজুর রস ও গুড়ের চাহিদা বেড়েছে গাইবান্ধায় ৭জন হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ডাসারে বিয়ে অনুষ্ঠান বিষাদে রূপান্তরিত: বোনের বিয়েতে যাওয়া হলো না রেশমার! তারেক রহমানের ৩১ দফার প্রচারে রামপালে লায়ন ডক্টর ফরিদুল ইসলাম গাইবান্ধায় শিক্ষা নীতি ও শিক্ষাঙ্গন বিষয়ক মতবিনিময় সভা বাগেরহাটে  সন্ত্রাসীর হামলায় ৪ নারী আহত গাইবান্ধার সুবিধা বঞ্চিত ৯৬ পরিবার পেল বিনামূল্যে টিউবয়েল দুপচাঁচিয়ার প্রতিবন্ধী গোফ্ফার নিখোঁজ মহান বিজয় দিবস উপলক্ষে তালোড়ায় মুড়াগাছা আলোকিত সমাজের উদ্যোগে পুরস্কার বিতরণ বাগেরহাটে ছাত্রলীগ নেতাকে আটকের ঘটনায় পুলিশের উপর হামলায় ওসি সহ আহত- ৩

রাণীনগরে সংবাদ সম্মেলন

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি
  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৩০
রাণীনগরে সংবাদ সম্মেলন
রাণীনগরে সংবাদ সম্মেলন

নওগাঁর রাণীনগর থানা বিএনপির নতুন ঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যাখান করে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা বাসস্ট্যান্ডে থানা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির অব্যাহতি পাওয়া আহ্বায়ক রুকুনুজ্জামান খান রুকু।

সংবাদ সম্মেলনে তিনি বলেন উপজেলা বিএনপির আহবায়ক, ১নং যুগ্ন আহবায়ক ও আহবায়ক কমিটির সদস্যবৃন্দ উপজেলার ৭২টি সাংগঠনিক ওয়ার্ডসহ ৮টি ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গত মাসের ২৭তারিখে অনুমোদন প্রদান করেন। ৪টি কমিটি বহাল রেখে বাকী ৪টি ইউনিয়ন কমিটিতে জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের পছন্দের লোক না থাকায় ৪টি কমিটি বিধি ও গঠনতন্ত্র বহির্ভূত ভাবে বাতিল করে এবং উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যদের উপেক্ষা করে গত ৮জুলাই জেলা বিএনপির সদস্য সচিব মো: রায়েজিদ হোসেন পলাশ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন আহবায়ক ও তিনজন জ্যৈষ্ঠ উপদেষ্ঠার নাম ঘোষনা করা হয়েছে। যা দলের জন্য আগামী আন্দোলন সংগ্রামকে দুর্বল করবে। তাই নিয়ম বহির্ভূত কমিটি প্রত্যাখান এবং আ’লীগের চর ও এজেন্ডা বাস্তবায়নকারী অবৈধ ও নিয়ম বহির্ভূত ভারপ্রাপ্ত আহবায়ক মোসারব হোসেনকে অবাঞ্চিত ঘোষনা করছি। এসময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আতিকুজ্জামান জাপান ভি.পিসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

দায়িত্ব পাওয়া ভারপ্রাপ্ত আহবায়ক মো. মোসারব হোসেন মুঠোফোনে বলেন বাতিল হওয়া ৪টি ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা নিয়ে ব্যাপক অনিয়ম করা হয়েছে। সেই অনিয়মের বিষয়ে ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা জেলা বিএনপি বরাবর অভিযোগ প্রদান করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে সত্যতা পাওয়ায় জেলা বিএনপি নতুন করে ভারপ্রাপ্ত আহবায়ককে দায়িত্ব প্রদান করেছেন। সেই দায়িত্বের অংশ হিসেবে জ্যৈষ্ঠ উপদেষ্ঠাদের এবং উপজেলার খট্টেশ্বর, বড়গাছা, একডালা ও কাশিমপুর ইউনিয়নের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে আলোচনাক্রমে নতুন করে কমিটি গঠনের কাজ সম্পন্ন করে তার ছায়ালিপি জেলা বিএনপির দপ্তরে ইতিমধ্যেই জমা দিয়েছি। পরবর্তি সকল সিদ্ধান্ত গ্রহণ করবেন জেলা বিএনপি। তাই তারা আমাকে অবাঞ্চিত ঘোষনা করতে পারেন না।

জেলা বিএনপির সদস্য সচিব মো: বায়েজিদ হোসেন পলাশ মুঠোফোনে বলেন ইউনিয়ন পর্যায়ে কমিটি ঘোষনায় অনিয়ম, সাংগঠনিক নিয়ম ভঙ্গ করা এবং জেলা বিএনপির নির্দেশনা অমান্য করায় জেলা বিএনপির সিদান্ত মোতাবেক রাণীনগর থানা বিএনপির আহবায়ক রুকুনুজ্জামান খান (রুকু) কে আহবায়ক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। আর নিয়মানুসারে ২নং যুগ্ন আহবায়ক মোসারব হোসেনকে ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন ভারপ্রাপ্ত আহবায়ক মোসারব হোসেনকে থানা বিএনপি আহবায়ক কমিটির জ্যৈষ্ঠ সদস্য আল ফারুক (জেমস), এচাহক আলী ও মকলেছুর রহমান (বাবু) এর পরামর্শক্রমে আগামীর সকল কর্মকান্ড সম্পাদন করার দায়িত্বভার প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com