বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে ৮০ (আশি) গ্রাম গাঁজা সহ আসাদুল মোড়ল আসাদ (৩৭) ও শাহিন মল্লিক (৩৭) নামের দুই জন মাদক কারবারি কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক কারবারিদের কে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
গ্রেফতারকৃত আসাদ মোড়ল রামপাল উপজেলার হুড়কা (মধ্যপাড়া) গ্রামের মৃত নূর মোহাম্মদ মোড়লের ছেলে ও শাহিন মল্লিক উপজেলার কাটামারী (ভেকটমারী) গ্রামের আফসার মল্লিকের ছেলে।
রামপাল থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুলাই) মাদক,অস্ত্র,জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে রামপাল থানার অফিসার ইনচার্জ জনাব সোমেন দাশ এর তত্বাবধানে এসআই চিন্ময় মন্ডল সংগীয় অফিসার ও ফোর্স সহ রামপাল উপজেলার হুড়কা গ্রামের আসাদ মোড়লের বাড়ির সামনে রাস্তার উপর থেকে আসাদ ও শাহিন কে ৬০ (ষাট) গ্রাম ও ২০ (কুড়ি) গ্রাম মোট ৮০ (আশি) গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ হাতেনাতে আটক করা হয়।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস সাংবাদিকদের বলেন, অভিযানে গাঁজা সহ দুই জন মাদক কারবারি কে গ্রেফতার করা হয়েছে। মামলা রুজু করে আটক মাদক কারবারিদের কে বাগেরহাট বিজ্ঞআদালতে প্রেরণ করা হয়েছে।#