সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৯৫০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উপহার এবং একটি কেন্দ্রীয় জামে মসজিদের সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়। রোববার দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে নৌকাযোগে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ৪০০ বন্যার্ত পরিবারের মাঝে দশ কেজি হারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভিজিএফের চাল তুলে দেন প্রধান অতিথি ও বগুড়া-০১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
এসময় ভেলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল করিম পুটু, ইউপি চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম শিপনসহ, ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি জোড়গাছা কেন্দ্রীয় জামে মসজিদের আধুনিক সম্প্রসারণ কাজের শুভ ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন। পরে পথ সভায় প্রধান অতিথি নির্মাণ কাজের জন্যে তিন লাখ টাকা অনুদান ঘোষণা করেন এবং সকলকে একতাবদ্ধ হয়ে মসজিদ উন্নয়নে এগিয়ে আসার আহ্বান করেন। এর আগে দুপুরে উপজেলার কামালপুর ইউনিয়নের ৫৫০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসম সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মমতাজুর রহমান মন্ডল, চালুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান শওকত আলী, কৃষকলীগের সভাপতি ছাইফুল ইসলাম দুখু উপস্থিত ছিলেন।